Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
তের জমিদার বাড়ির গেট
বিস্তারিত

                                                                                   তের জমিদার বাড়ি, হাটুরিয়া নাকালিয়া, বেড়া, পাবনা
(সিংহদ্বার-ছবি)

পাবনা জেলার বেড়া উপজেলার হাঁটুরিয়া নাকালিয়া ইউনিয়নে ছিম ছাম এক গ্রাম, একসময় এ গ্রামে তেরজন জমিদার বাস করতেন। তাই এই গ্রাম তের জমিদারদের গ্রাম হিসেবে পরিচিত। একসময় ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল এই হাটুরিয়া গ্রাম। বড় বড় বণিকরা বাস করতো এ অঞ্চলে। গ্রামের পার্শ্ববর্তী বাণিজ্যকেন্দ্র নাকালিয়ার সাথে কলকাতার নৌপথে সরাসরি যোগাযোগ ছিল।

প্রায় ১৯০০ শতকের শুরু থেকে এ গ্রামে দুই-একজন জমিদারের বাস ছিল। কথিত আছে পরবর্তীতে ১৮৬৮ সালের পর থেকে জমিদারদের সংখ্যা বাড়তে বাড়তে সর্বশেষ তেরজন জমিদার হিসেবে আত্মপ্রকাশ করেন। তেরজন জমিদার হলো: প্রমথনাথ বাগচী, কাঞ্চীনাথ বাগচী, উপেন্দ্রনাথ বাগচী, ভবানীচরণ বাগচী, কালী সুন্দর রায়, ক্ষীরোদ চন্দ্র রায়, সুরেন চন্দ্র রায়, সুধাংশু মোহন রায়, শক্তিনাথ রায়, বঙ্কিম রায়, ক্ষুদিরাম পাল, যদুনাথ ভৌমিক ও যতীন্দ্রনাথ ভৌমিক। ধারণা করা হয় এই তেরজন জমিদার ছিলেন তিন বংশের। এই তেরজন জমিদার মিলেই উক্ত এলাকার জমিদারী ভাগাভাগি করে পরিচালনা করতেন, জমিদারি প্রথা বাতিল হওয়ার আগ পর্যন্ত তারা এ গ্রামেই জমিদারি পরিচালনা করতেন।